Wednesday, October 9, 2013

RISHI026@GMAIL.COM


### " তোমাদের নয় " ###
লেখক : ঋষি
****************************
এই খোকা

হাত  বাড়িয়ে কি খুঁজছো ?
ও তোমাদের নয়।

ও দিকে দেখো না
 সাজানো  দোকানে ,সাজানো  স্বপ্ন
ও তোমাদের নয়।

খুব  জোর পেতে পারো
দু একটা আধুলি।
আলোর রোশনায় ,আলোর  পৃথিবী
ও তোমাদের নয়।

ওখানে যেও না ,ওকে ধরো না
তোমার নোংরা হাত।
তোমার পৃথিবী আধ পেটা  ভাত
ছেঁড়া প্যান্টে ,ছেঁড়া  স্বপ্ন
এ আনন্দ তোমাদের নয়।

আহারে ছেলেটার কি অবস্থা
শুনতে হবে তোমায়।
কেউ কেউ দিতে পারে
মা বোন তুলে গালি।
বলতেই পারে
এ পৃথিবী তোমাদের নয়।
*****************************


No comments:

Post a Comment

দিবারাত্রির কাব্য

আচ্ছা সত্যিকারের  ভালো আছি বলাটা এতটাই কি কঠিন  ? উত্তরের জানলা দিয়ে আচমকা ঢুকে পরে এক আঁচলা গরম হাওয়া উপলব্ধির ভাষা,ভাসতে থাকা ...