Friday, October 4, 2013

RISHI026@GMAIL.COM


### " স্পর্শ " ###
লেখক : ঋষি
***********************************
অসম্ভব আর সম্ভবের দোলনায়
ছেলেবেলার কুড়িয়ে পাওয়া যৌবনে
এক মুহুর্তের ছায়াছবি।
স্কুলের  টিফিনের চুরি যাওয়া ফিডিং বোতল
সাইকেলের কলিংবেলে হেলান দেওয়া স্পর্শ।
ক্লাস কেটে অনিয়মের নিয়ম
প্রথম প্রেমের স্পর্শ,স্পর্শ  আদুরে অনুভূতি।
পাঁচশো বিঘা জীবনের সিকি ভাগ সত্তা
হারিয়ে যাওয়া দখিনা হওয়ায় স্মৃতি বস্তা বস্তা
সব স্পর্শ করে
বেখেয়ালে নিয়ম আর নিয়মের বাইরে
ছুঁয়ে থাকা যৌবন আর
আগত কোঁচকানো সময়ে
কিছু স্পর্শ জড়িয়ে থাকা ।
*************************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...