Wednesday, October 30, 2013

RISHI026@GMAIL.COM


### " গতানুগতিক " ###
লেখক : ঋষি
************************************
জানি এমন হবেই
সকালে সূর্য্য উঠলে
কেউ বলে না কেন উঠলো।
অথচ চলন্ত বাসে অফিস টাইম উঠলে
সকলে বলে কেন উঠলেন দাদা  এত ভিড়।
নষ্ট নীড়ে যদি দোলা লাগে
তবে লোকে বলে আহারে।
অথচ জীবনের চলার পথে কাঁটা ফুটলে
সকলে বলে জীবন এমনি হয়।
জানি এমন হবেই   ...........

কিন্তু অনেককিছু তো না হওয়ার ছিল
মোনালিসার বুকে  সিগারেটের ছাই
আর আগুন আমাদের বুকে।
ভেঙ্গে পরা স্বপ্নের উর্বর পথে
কয়েক লক্ষ কেঁচোর রক্তক্ষরণ।
নিমজ্জিত বিপ্লবের গোড়ায় গলদ
গলদ বেঁচে থাকার দৈনন্দিন নিয়মে।
চলছে চলবে বাঁচার কারণে
বিপ্লব প্রতিদিন সাধারণ রক্তক্ষরণ।
জানি এভাবেই চলবে  ............
*************************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...