Tuesday, October 8, 2013

RISHI026@GMAIL.COM


### " অসচ্ছ প্রেম " ###
লেখক : ঋষি
****************************************
চিঠিপত্র বাক্স বন্দী একাকিত্বে
লুকোনো সেই ফর্সা রঙের হাতটা
যেটা আমি ধরেছিলাম আমার হৃদয় দিয়ে
মন তুই আছিস তো সাথে।

একবার হাত বাড়িয়ে দেখ
মুখ তুলে হৃদয় নিয়ে হাতে।
মন তুই স্পর্শ করে দেখ
স্পর্শে ফুটবে গোলাপের স্বপ্ন
প্রতি দিন আর রাতে।

কতো স্বপ্ন এল গেল
বয়সটা যে চলে গেল,
একা একা পথে।
অলিতে গলিতে  শুন্য দৃষ্টি
হৃদয় নিয়ে হাতে।

মন তুই হৃদয় দিয়ে দেখ
জ্বালিয়ে দেব স্বপ্নের এই অসচ্ছ প্রেম।
চিঠি পত্র ,বাক্স বন্দী মৃতদেহ
আমি সব পুড়িয়ে দেব।
****************************************

No comments:

Post a Comment

দিবারাত্রির কাব্য

আচ্ছা সত্যিকারের  ভালো আছি বলাটা এতটাই কি কঠিন  ? উত্তরের জানলা দিয়ে আচমকা ঢুকে পরে এক আঁচলা গরম হাওয়া উপলব্ধির ভাষা,ভাসতে থাকা ...