Sunday, October 27, 2013

এমন তুমি


### " এমন তুমি " ###
লেখক : ঋষি
________________________
চাঁদনি রাতে শহরের পথে
যখন কোনো অজানা পেঁচা ডাকে,
তখন শিশুর মতো আঁকড়ে থাকি তোমায়
বুকের সাথে মিশিয়ে নি তোমায়।
মশারির ওপারে টিকটিক সময়
সকালের বার্তা নিয়ে আসে।
আবার একটা ব্যস্ত দিন
আবার বাইরের ডাক।
কিন্তু বেড়োবার আগে তোমার  মুখ
না দেখতে ভুলিনি কোনদিন।
ভুলিনি তোমাকে একমুহূর্ত
পৃথিবীর সাথে ,পৃথিবীর পথে
প্রতিদিন, দিনে রাতে।
ভুলি নি ,আসলে ভোলা যায় না
প্রেয়সী তোমার মুখ।
আমার মন খারাপের বেলায়
আমার লুকোনো প্রেমের খেলায়।
আমার অস্তিত্বে ,আমার প্রতিমুহুর্তে
তুমি থাকো ছায়ার মতো।
আমায় ভালোবাসো
একমুহূর্ত ভুলি না তোমায়।
________________________

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...