Friday, October 18, 2013

RISHI026@GMAIL.COM


### " আধুনিকতার মলাট " ###
লেখক : ঋষি
*********************************
আজকাল আর ভাবে না কেউ আমায় নিয়ে
পথের উপর খোলা মলাটে সময়ের দাগ।
দাগ লেগে আছে বস্তির অলিতে গলিতে
এঁকে বেঁকে ময়লা গলির গায়ে।
আধুনিকতার বর্বর রক্ত
সিঁড়ি বেয়ে ওপর নীচ
আর পারি না।
বয়স তো হলো শত জীর্ণ চামড়ার ভাঁজে
জমে থাকা স্মৃতিদের খেলার মাঠে
পা বাড়িয়ে সাইকেল পা  
ধুর ওসব স্বপ্ন্বের মতো।
হেলে পরা কালো সূর্যের গায়ে
কারখানার কালি।
কালি জমছে সময়ের
এক বর্বর আধুনিকতার পিছনের কালি।
হারিয়ে যেতে যেতে ফুরিয়ে যাব জানি
কিন্তু এটাও জানি
ফুরিয়ে গিয়ে হারানো যায় না।
আমি আছি অপেক্ষায়
আজকাল আর আমায় নিয়ে কেউ ভাবে না।
************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...