Wednesday, October 30, 2013

RISHI026@GMAIL.COM


### " লেডিস পারফিউম " ###
লেখক : ঋষি
*****************************************
পারফিউমের গন্ধটা বড় চেনা
নিত্য পথে ঘাটে ,হাজারো মানুষের ভিড়ে।
গন্ধটা মাথায় গিজ গিজ করে
মাথা থেকে কখনো মনে
কখনো বা শরীরে জড়িয়ে ধরে।

লেডিস পারফিউমের স্বাদ টা একই
কিন্তু অভিন্ন মনে আর ভিন্ন নাকে।
এ এক অদ্ভূত রোগ পুরুষের মনে
লেডিস পারফিউম সদা ভালো লাগে।

মৃগনাভীর অনন্ত সুর
অনন্ত স্বাদ লেডিস পারফিউম।
একটু যদি স্বপ্ন রেনু হয়
যেখানে সেখানে প্রেমের জন্ম হয়।

পারফিউমের গন্ধটা বড় চেনা
নিত্য পথে লালায় মাখামাখি।
হৃদয় মাঝে গন্ধ ছুঁয়ে যায়
একটু যদি অন্য পথে হাঁটি
লেডিস পারফিউম গায়ে মেখে যায়।
****************************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...