Thursday, October 10, 2013

RISHI026@GMAIL.COM


### " যাব না " ###
লেখক : ঋষি
*******************************************
সবাই চলে গেল
আমি রয়ে গেলাম অপেক্ষায়।
ঠান্ডার চাদরে নিজেকে আঁকড়ে
আমি অপেক্ষায়।

তোমার  পদ শব্দ ,তোমার রুমঝুম রুমঝুম
নুপুরের ধ্বনি ,
আসবে বলে তাই।
যারা গেল তারা গেল চলে
আমি যাই নি ,যাব না
একপাও নড়বো না তোমায় ছেড়ে।
সামনে তোমার সেই শরীরটা
যেটা আমি স্পর্শ করেছিলাম ভালোবেসে
জ্বলে যাচ্ছে ,জ্বালিয়ে দিল সবাই।

সবাই চলে গেল
আমি যায় নি ,যাব  না
তোমায় ছেড়ে
আমি তোমার অপেক্ষায়।
***********************************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...