Sunday, October 6, 2013

RISHI026@GMAIL.COM


#### " নিয়ে যাব " ####
লেখক : ঋষি
*************************************
যদি নিয়ে যেতে বলো জন্ম জন্মান্তরে
নিয়ে যাব তোমায়
কিন্তু ফেরৎ দেব না সময়।

ফেলে আসা বেলা
ফেলে আসা শিউলি ফুলের সুবাস
সব রইবে পরে।
শুধু থাকবো না আমরা কেউ
থাকবে সব অন্য কেউ।
তখনও  তুমি সাজবে কনের মতো
সোনালী রৌদ্রে ভেজা তোমার ঠোঁটে
তোমার চোখে মুখে
একটু  স্পর্শ করবো।
সময় আর বদলানো আমি
বদলানো স্পর্শে জড়িয়ে যাব।

যদি নিয়ে যেত বোলো জন্ম জন্মান্তরে
নিয়ে যাব ঠিক
কিন্তু রেখে যাব না তোমায়।
***************************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...