Thursday, October 10, 2013

RISHI026@GMAIL.COM


### "আসছি ফিরে " ###
লেখক : ঋষি
******************************
ফেলে আসা গোধুলি বেলায়
পিছনে বাড়ানো হাত
আমি আসছি ফিরে।
কিছু স্মৃতি কিছু মায়া ছুঁয়ে
সেই পথ ,সেই স্থান
শুধু বদলানো সময়।

থেমে থাকা অর্জুন গাছের শিকড়ে
রাখা শিশুর দোলনা।
পুকুর পারে রাঙা পিসির মুখ
বদলে গেছে
সময় আর সময়ের রূপ।

মায়া জড়ানো পথের উপর
ভাঙ্গাচোরা  জঙ্গলের  স্তুপ।
স্মৃতির পিছন লোকানো
সময়ের পিছুফেরা মুখ।
সব মনে আসছে
অশ্রু মাখানো গোধুলির রূপ।
********************************

No comments:

Post a Comment

দিবারাত্রির কাব্য

আচ্ছা সত্যিকারের  ভালো আছি বলাটা এতটাই কি কঠিন  ? উত্তরের জানলা দিয়ে আচমকা ঢুকে পরে এক আঁচলা গরম হাওয়া উপলব্ধির ভাষা,ভাসতে থাকা ...