Sunday, October 20, 2013

rishi026@gmail.com


### " অন্তর স্পৃহা " ###
লেখক : ঋষি
*****************************
ছুঁয়ে দেব বলেই বাড়িয়েছি হাত
স্পর্শের স্পৃহা ,অনন্ত ইচ্ছা।
এক বাগান ফুলের মাঝে
সাজানো আমার স্বপ্ন
এই হাত তোমার হাতে।

কি আছে জীবনের পাতায় পাতায়
কি আছে সময়ের প্রতি রন্ধ্রে।
লুকোনো কিছু সত্যের মুখোমুখি জীবন
সত্যি সেখানে তুমি।
তোমার অস্তিত্বের কিছু চাওয়া পাওয়া
অসচ্ছ দেওয়ালের ওপাশে তুমি
আর আমার বাড়ানো হাত।

ছুঁয়ে দেব ,ছুঁয়ে দেব অন্তর গহিনে
যেখানে রাখা তোমার অনুভূতি।
কাঁচের টুকরো জুড়ে বানানো ঘরে
আমি ছুঁয়ে দেব তোমায়
স্পর্শ করবো তোমার শীতল হৃদয়।
********************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...