Wednesday, October 9, 2013

RISHI026@GMAIL.COM


#### " হারিয়ে যাওয়া " ####
লেখক : ঋষি
*****************************************
আমিত্বের মাঝে একটা ঝিম লেগে আছে
নেশা ঘোরে ঘুরে ঘুরে
পথে পথে জীবনের  স্বাদ লেগে আছে।

হাত বাড়িয়ে জীবন ছোঁয়া
নতুন আসার বীজ রোয়া
নতুন কি ?
দিনলিপির পাতায় পাতায়
আটকে থাকা লুকোনো ব্যাথায়
হেঁটে চলা।

আদলে বদল হৃদয় মাদল
চঞ্চল ওই চোখের কাজল
মন মরা।
অন্তর থেকে অন্তরিত ঢেউ
কাটা ঘুড়ির হৃদয় ধরা
ক্ষতি কি ?

আমিত্বের কোথায় সুর কাটা আছে
জীবন থেকে জীবন সাগরে
গভীরে কোথায় সে যে হারিয়ে গেছে।
*******************************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...