Friday, January 1, 2016

অনুভব (৫৭)

অনুভব (৫৭)
....................... ঋষি
======================================================
গোধূলির রংচুরির অপরাধে তুমি দোষী
তোমার ঠোঁট দুটো যন্ত্রণা ও অশ্রুজলে ভেজাতে চাই।
ঠিক এমন করে বলছিল যন্ত্রণা আমাকে
আমি কান পেতে শুনেছিলাম সময়ের স্বর।
আলতো সন্ধ্যায় ভেজা রাস্তায় হালকা পারফিউমের গন্ধ কখনো উগ্র মনে তখন
হাসির ভাঙ্গা স্বর, আধো অন্ধকারে আধুনিকতার পদরেখা।

প্রশ্ন করেছিল যন্ত্রণা আধুনিকতা কাকে বলে
একদম কপি করা যন্ত্রণা  নিজের উত্তর।
নিপাট কামিজ কিম্বা শাড়ি কি আধুনিকতার রং বহন করে না?
চিন্তার গভীরতা নিমেষে লঙ্ঘন  করে তৎকালীন নশ্বরতা।
সময়ের সঙ্গে পা মিলিয়ে নিজেকে খুঁজে পাওয়ার নামই তো আধুনিকতা
সিগারেট বা মদটা অপ্সনাল।
কি যে বলি জাস্ট মুগ্ধ হয়ে চেয়ে  ছিলাম সময়ের চোখে
হ্রদয়ের থরথরানি টের পাই।
অস্তিত্ব নড়ে যাচ্ছে ভিতর থেকে
কি গভীর প্রেম যন্ত্রণা তার নারী স্বত্বায় নিজের অধিকারে।

গোধুলি রং চুরির অপরাধ
অদ্ভূত একটা শিহরণ যন্ত্রণা তোকে বলি এক মুক কান্না।
তুলির স্পর্শে আমার ঘুম ভাঙ্গার শব্দ স্পষ্ট।
দিগন্তের কাছে মিশে আছিস তুই।
একটা অদ্ভূত বাহানা ছুঁয়ে থাকা কবিতায়
আবার কবে একুশে হবি তুই।
 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...