Saturday, January 2, 2016

সত্যি কি এমন

সত্যি কি এমন
.............. ঋষি
================================================
মনে হয় বহুদিন পেয়ে গেছি তোকে
হিসেব ,ক্যালেন্ডারের সমস্ত চেনা চাহুনির বাইরে।
হৃদয় বলে শুধু চেয়ে চলেছি তোকে।
নিরন্তর নিজের স্পন্দনের জটিল কামনার সাথে।
আরো কাছে ,আরো কাছে
হেঁটে চলেছি তোতে।

ভালো লাগে না আজকাল অন্য কিছুর চটক
নিজেকে বড় নিরুপম লাগে সময়ের দেওয়ালে আঁকা একলা মুখ ।
পথ ধরে হাঁটাটা একটা অভ্যেস আমার
অথচ আজকাল হাত ধরে হাঁটি
ঠিক যেন কোনো শুকিয়ে যাওয়া নদীর মাটি ছুঁয়ে বাঁচতে চাওয়া।
অনভ্যাসের অধিকারে যখন তখন স্পর্শ করি তোকে
গভীর মনে গভীরতা শরীর
দাগ টেনে যায় পাতার পর পাতা তোর প্রেমে।
মুহূর্তরা কখন সময় হয়ে যায় ,সময়গুলো কখন দিন
কেটে যায় ,ঠিক যেমন কাটে আগের মতন ,
তফাত শুধু তুই থাকিস সাথে।

মনে হয় বহুকাল ছুঁয়ে দেখিনি তোকে
হিসেব ,ক্যালেন্ডার চার দেওয়ালের নিয়মে তুই যে আমার হৃদ্দিক।
অথচ চারদেয়ালের বাইরে এক  জটিল নিয়মিত দুনিয়া ,
ভালো লাগে না জানিস।
তোর মতন একলা থাকা নিজেকে
কিছুতেই আর একলা রাখা যায় না।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...