অনুভব (৫৯)
............... ঋষি
====================================================
নির্ভিক বলতে পারি এগুলো সব রটনা মশাই
অফিসে এলেন কে কাকে চোখ টিপলো ,না অন্যকিছু।
অফিসের কেবিনে স্যার ব্যস্ত
নতুন টোপ।
বিছানা ,বালিশে ,চাদরে লেগে যাচ্ছে খবরের দাগ
কর্পোরেট সেক্টরে কি বলেন হয়েই থাকে।
.
না না বলবেন না নোংরা
খড়ের গাদায় আগুন লাগলে যেমন নিভতে চাই না।
ঠিক তেমন সুনীল, শক্তি ,জয়ের " পাগলীরা " মাক্সিমাম পাগলী সাজে
কিন্তু পাগলী সেজে পাগল করে অন্যদের।
কর্পোরেট কালচার মশাই বুঝতে পারলেন
এও এক খেলা।
নারী জন্মের সাথে পরিচিত নথে গেঁথে থাকা
আরে মশাই মুনি ঋষি বাদ গেলো না এতো মানুষ জন্ম।
আরে মশাই যন্ত্রণা
অনুভব করছেন,লজ্জায় মুখ ঢাকবেন না প্লিজ।
ওরাও তো কারোর স্ত্রী ,কন্যা ,তবুও প্রেমিকা স্ট্যাটাস টাই বেশি চোখ টানে
তবু কোথায় যেন একটা তীর বিঁধে গেলো না।
.
মুশকিল আসান সময়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে
যেদিকেই চাও না কেন।
প্লিজ টেক ইট ইজি ,,,ঘর ঘর কা কাহানী
কাহানী সবটাই মাথা গলাবেন না ,না না হৃদয় একদম না।
তবু যন্ত্রণা একটা লেগে থাকে বিছানা ,বালিশে ,চাদরে
ঘরের ভিতর ঘরে চাপা টেনশন।
............... ঋষি
====================================================
নির্ভিক বলতে পারি এগুলো সব রটনা মশাই
অফিসে এলেন কে কাকে চোখ টিপলো ,না অন্যকিছু।
অফিসের কেবিনে স্যার ব্যস্ত
নতুন টোপ।
বিছানা ,বালিশে ,চাদরে লেগে যাচ্ছে খবরের দাগ
কর্পোরেট সেক্টরে কি বলেন হয়েই থাকে।
.
না না বলবেন না নোংরা
খড়ের গাদায় আগুন লাগলে যেমন নিভতে চাই না।
ঠিক তেমন সুনীল, শক্তি ,জয়ের " পাগলীরা " মাক্সিমাম পাগলী সাজে
কিন্তু পাগলী সেজে পাগল করে অন্যদের।
কর্পোরেট কালচার মশাই বুঝতে পারলেন
এও এক খেলা।
নারী জন্মের সাথে পরিচিত নথে গেঁথে থাকা
আরে মশাই মুনি ঋষি বাদ গেলো না এতো মানুষ জন্ম।
আরে মশাই যন্ত্রণা
অনুভব করছেন,লজ্জায় মুখ ঢাকবেন না প্লিজ।
ওরাও তো কারোর স্ত্রী ,কন্যা ,তবুও প্রেমিকা স্ট্যাটাস টাই বেশি চোখ টানে
তবু কোথায় যেন একটা তীর বিঁধে গেলো না।
.
মুশকিল আসান সময়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে
যেদিকেই চাও না কেন।
প্লিজ টেক ইট ইজি ,,,ঘর ঘর কা কাহানী
কাহানী সবটাই মাথা গলাবেন না ,না না হৃদয় একদম না।
তবু যন্ত্রণা একটা লেগে থাকে বিছানা ,বালিশে ,চাদরে
ঘরের ভিতর ঘরে চাপা টেনশন।
No comments:
Post a Comment