Tuesday, January 5, 2016

শীতের প্রতীক্ষায়

শীতের প্রতীক্ষায়
,,,,,,,,,,,,,,,,,,,,, ঋষি
===============================================
অলস ভঙ্গিতে হাই তোলা বিড়াল
আর শীতের সকাল।
সর্ষের তেল মেখে টেলিপ্যাথিতে তোকে দেখি
একি নাকের তলাটা ভিজে ভিজে ,ঠান্ডা লাগিয়েছিস খুব।
তুই হাসছিস আর বলছিস হাদারাম
বরফ জমছে শহরে।

সকালটা ব্যস্ততায় কাটে প্রতিদিন
লাঞ্চের হাফ ঘন্টাটা কাটে রাস্তার মিনি দিদির  চায়ের দোকানে।
কি রে ছেলে তুই আজকাল খুশি খুশি থাকিস ব্যাপার কি
আমি চায়ে চুমুক দিতে দিতে বলি
বরফ পরছে।
পাশের অন্য চায়ের ঠোঁট বলে ওঠে কোথাই বরফ
কলকাতাতে আজকাল শীত পরে না ভালো করে।
সেইবার গ্যাংটকে
আমি হাসতে হাসতে চায়ের দাম চুকিয়ে বেড়িয়ে আসি ,
উফ্ফ্স কি ঠান্ডা।

অলস ভঙ্গিতে তোষক আগলে বিড়াল বসে
চোখে একটা হাই পাওয়ারের চশমা।
আমি চশমার ফাঁক দিয়ে তোর শহরের তাপমাত্রা দেখি
সেলসিয়াস মাথায় থাকে না।
কাঁপতে থাকি তোর শহরে বরফ পরছে অবিরাম
আর আমার শহর শীতের প্রতীক্ষায়। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...