Sunday, January 3, 2016

একেই সত্যি বলে

একেই সত্যি বলে
................ ঋষি
================================================
একটা গালাগাল সশব্দে আমার গালে
টাইমপাস।
সময়ের সর্বত্র কফি ঠোঁটে লেগে থাকা তেতটা চুষতে থাকি
আর তখনি।
চোখের সামনে বরফের বৃষ্টি
সত্যি করে বল হৃদয় এই কি সেই শব্দটা যেটা আমি নই।

রক্তের বরফের স্রোতে
মেরুদন্ড ছুঁয়ে অনেকটা স্বভাব রাখা নিজের মধ্যে।
নিজেকে পোড়াবার স্বভাব
নিজের মুখে আগুন দিয়ে সোজা নেমে পরি পবিত্র গঙ্গা জলে।
পবিত্র গঙ্গা জল গ্যালন গ্যালন জীবানু
পান করে এক চিলতে মুখে পুড়ে যাওয়া খুলির ভিতর।
স্বান্তনা দি
সত্যি করে বল এটাও কি সত্যি।
তুই এমন করে চিনিস আমায়
সবটাই যদি কবিতা হয়
তবে আমি কোথায় আর জীবন ?

একটা গালাগাল সশব্দে আমার গালে
টাইমপাস।
উত্তরের অপেক্ষায় আছি পবিত্র গঙ্গার জন্ম নাভি দেখার
আর কিছুক্ষণ এক ,দুই ,তিন।
উত্তর পেলাম
সত্যি একেই সত্যি বলে।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...