Tuesday, May 19, 2015

সত্যি কবিতা

সত্যি কবিতা
............. ঋষি
============================================
আমি কিছু জানি না ,জানি না সত্যি
 বাতাসের সঙ্গে খেলে সন্তানসম্ভবা উঁচু-পেট...।
আমি তো চেয়েছি লিখতে
অজস্র স্পর্শ আর নীরবতার নেম প্লেট।
নিশ্চিন্তে নিজস্ব পারদে বাড়তে থাকা ঘুম ঘোর
আমি জানি না আমি জীবিত না মৃত শোরগোল ।

আমি তো চেয়েছি লিখতে শীতের সুন্দর এক রাত...
আমার দুখের দিনে বাসি ব্যঞ্জন আর নুন ভাত ।
আমার বাড়া ভাতে কে দিয়েছে ছাই
সমুদ্রের মতো নারী- আমি যাকে স্পর্শ করতে চাই ।
বাতাসের সঙ্গে তার সন্তানসম্ভবা উঁচুপেট
মনে পড়ে,লেখা হয় না তোমার কথার অবশেষ।

আমি কিছু জানি না ,জানি না সত্যি
বাতাসের সঙ্গে খেলে সন্তানসম্ভবা উঁচু-পেট...।
আমি তো চেয়েছি লিখছি
হৃদয়ের ঘরে চেতনা ।
নিশ্চিন্ত চিতায় পোড়া অন্ধ কিছু বাসনা
আমি জানি শুধু বলি নি তোমায় কবিতা তুমি এসোনা। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...