Friday, May 29, 2015

একাকিত্ব

একাকিত্ব
........................ ঋষি
====================================
তোমার নেশাতেই থাকবো
দুঃখ এলে জলেরও চোখ লাল হয়ে যায়!
দুঃখ আসলে কিছু নয় ,দুঃখ একটা বোধ
ভিতরে ভিতরে পুড়তে থাকা কারখানার চুল্লিতে ,
আরো খিদে শুয়ে থাকে
তোমায় ছুঁয়ে বাঁচতে চাওয়াটা একটা নেশা।

জীবন যখন ডিঙ্গি নৌকায় ভাসতে থাকে
যদি কোনদিন আবার দেখা হয়ে যায় তোমার আমার।
তুমি জানো জলকে যেভাবে দোলাবে সে দুলবে
যেমন ডিঙ্গি নৌকো মাঝ দরিয়ায়।
আমি দুলি ,নৌকায় ফুঁটো ডুবে যায়
আসলে এই জীবন জানে খুব আন্তরিক অভিনন্দনে।
আমি শূন্য যদি হয় ,না হতে পারে না
শূন্য আমার থেকে বহুদিনের বড়।

তোমার নেশায় থাকবো
একা থাকলে ভাবনারও  পাখা গজায়।
একাকিত্ব আসলে কিছু নয় ,একাকিত্ব একটা বোধ
দুঃখের সাথে গলা জড়িয়ে মিশে থাকা শরীর মাত্র।
সকলে বোঝে তবু
কেন যেন নিজে থেকে একা হয়ে যায়। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...