Thursday, May 21, 2015

ফেরা যাবে না

ফেরা যাবে না
.......... ঋষি
======================================
ফেরা হচ্ছে অ  প  রা  ধ  মূ  ল   ক
এই যে
বেঁচে থাকছি।
বেঁচে যাওয়ার চেয়ে কিছু  মূল্যবান নয়
বিচারাধীন বন্দীর শাস্তি চার দেওয়ালে।
বেঁচে থাকায় অজস্র ইচ্ছা
ইচ্ছার নামান্তর জীবন  জীবিত কবিতায়।

দেওয়ালে কার্নিশে চোখ আঁকছে খোলা আকাশ
বুকে নিয়ে সভ্যতার শেষ শব্দগুলো হিংসা নয়।
না কষ্ট নয়
না অভিমান নয়।
না একা থাকা নয়
বেঁচে আছি তোর সাথে তোর জানলায় চোখ।
একটু আদর ,আলতো করে তুলে নেবো বুকে
যেমন নীল আকাশের পাখি  আকাশের বুকে,
শুধু ফেরা যাবে না
কোথাও একমুহূর্ত আমাকে ছেড়ে অনেক দূরে।

ফেরা হচ্ছে অ  প  রা  ধ  মূ  ল   ক
এই যে
বেঁচে আছি।
একফালি আলো জানলা দিয়ে বুকে
নিঃশ্বাসে লোকানো অবুঝ প্রতিজ্ঞা।
বিচারাধীন বন্দীর আশা আবার পৃথিবী
কখনো ,কোথাও কোনদিন তোর সাথে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...