Thursday, May 14, 2015

আয়নার ওপাড়ে

আয়নার ওপাড়ে
............... ঋষি
=========================================
আয়নার ওপাড়ে একটা অদৃশ্য শব্দ দাঁড়ালো
আমি দাঁড়িয়ে আছি কিনা জানি না
তবে আমার মতন কেউ।

সামনে জ্বলতে থাকা টেবিল ল্যাম্পে একটা অদৃশ্য কালো বেড়াল
ঝুপ করে নামল আঁধার আয়নার উপর।
উফ্ফ্স একটা ধারালো নখ ঢুকে যাচ্ছে বুকের ভিতর
আলো যেমন চিরকালীন দাম্ভিক অথচ লুকিয়ে থাকে বুকের ভিতর,
অথচ লজ্জার অন্ধকার নিয়ে আমি বিপথগামী।

ছি আরো নামছি নিচে
শৈশবে সেই পেয়ারা গাছের ডাল থেকে পরে নড়ে গেছিল ভিত।
আজকাল স্কেলিটনে বড় ব্যাথা হয়
আসলে জবাব চাই ,আলো চাই।
অন্ধকার হাতড়ে আলেয়ার  হাতিয়ার খুঁজি
বারুদের ঘষে দপ করে মুছে যায় লজ্জা ,
হা ঈশ্বর তুমি অন্তর্যামী।

শৈশবের খোলা জানলায় যীশুর গান
সুপ্রভাতের অপেক্ষায় দিন প্রতিদিন বাড়তে থাকা আতঙ্ক।
রঙচটা লাস্ট পিরিয়ডের সভ্যতার  ক্লাস ,,,,,,,সব বোগাস
অপেক্ষা ছুটি ,,,,,,,,সুপ্রভাত নতুন দিনের
স্কেলিটনের আয়নায় দেখা কষ্টদায়ক দিন।


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...