Sunday, May 10, 2015

যেখানে তুমি

যেখানে তুমি
............ ঋষি
==================================

ফেলে আসা সময়ের দোরগোড়ার কথা নয়
ভেতরে গুমরানো চাপাকান্না নয়।
মাইলস্টোনহীন পথের রুমালি ইশারা
ঝিঁঝিঁর গানে বর্ণমালা নয়।
শব্দগুচ্ছের অক্টোপাসিয় ইচ্ছা অসংখ্য রক্তক্ষরণ
তোমার সামনে দাঁড়ালে অনাগত অভিশাপ।

চোখে কাটতে থাকা  বসন্ত
পূর্নিমার বায়নায় না বেঁচে থাকার শোক।
পাখির অর্ধেক খাওয়া ক্ষতের ভেতরে
এখনও স্বাদ আছে।

তুমি বেঁচে

পৃথিবীর তিন ভাগ জল যদি বাকুটুকু  গ্রাস করে
তুমি ডিঙ্গি নৌকো না হও তখন।
হাজার বারণকে ইচ্ছা করতে পারি নি
যেমন ধর্মঘটের দিনে আমি শান্ত থাকি নি।

আকাশ ভরা ঘরবাড়ি
ঘরের ভিতরে শিশুরা পড়ছে তোমার কবিতা।
সন্ধ্যাশাঁখের ফেলে আসা রূপান্তর...
এতদিন পর জানলাম সেই জানালা!
শব্দগুচ্ছের অক্টোপাসিয় ইচ্ছারা তোমায় জড়িয়ে
বাঁচতে চাই আরো গভীরে ,,,যেখানে তুমি। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...