Saturday, May 23, 2015

বদলানো পরিচয়

বদলানো পরিচয়
............... ঋষি
=========================================
ঈশ্বর যেখানে পরাজিত ভূমিকায়
সেখানে তুই কাঠের পুতুল অন্য হওয়ায়।
এমন হয় না ,আসলে হওয়া যায় না
তুই মানুষ, রক্ত মাংসের অধিকার বুঝে নিতে হয়।
কেউ ছারে না ,ইতিহাস সাক্ষী ,কুরুক্ষেত্র সাক্ষী
অভিমানে হৃদয় পোড়ে,জীবন বাঁচে না  .

নিজেকে উজাড় করে দেওয়ার মানে ভাঙ্গন না
নিজেকে সরিয়ে রাখার মানে উত্তর না।
প্রশ্ন একটা থেকেই যায়
কখনো ,কোথাও ,কোনদিন স্পর্শ গুলো ছুঁয়ে যায়।
একলা ,সত্যি বড় একলা করে যায়
যখন বারান্দায় দাঁড়িয়ে হৃদয় দেখে খোলা আকাশ ,নীল চাদর
সবটুকু দুম করে হারিয়ে যায়।
বড় নগ্ন ,বড় নগ্ন লাগে নিজেকে
না বলা প্রশ্নদের ভিড়ে উত্তর খোঁজার পালা ,
অথচ উত্তরহীন প্রশ্নগুলো একা করে যায়।

ঈশ্বর যেখানে নিশ্চিত ভীরুতায় লাজুক কামনা
সেখানে তুই ভাঙ্গাচোরা প্রাচীন ভগ্ন স্থুপ।
এমন হয় না ,আসলে বাঁচা যায় না
তুই মানুষ ,রক্ত মাংসের পরিচয় জেনে নিতে হয়।
কিছু বদলে না নিজে থেকে
শুধু নিজের অস্তিত্বের পরিচয় বদলে নিতে হয়।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...