Tuesday, May 12, 2015

যদি

যদি
,,,,,,,,,,,,, ঋষি
========================================
বাতাস ছিঁড়ে বৃষ্টি নামার মত
অবধারিত  প্রেম শব্দ নেমে আসে তোকে ছুঁয়ে।
তোর নাভির থেকে প্রেম নেবো বলে
অদ্ভূত এক মোহময় পারফিউম আমাকে ঘিরে ধরে।
ঘিরে ধরে অজস্র প্রশ্নের অছিলায় স্পন্দন হৃদয়ের
এক গাদা বুলেট ছুটে আসে মৃত্যুর ফাঁকে
সুখের স্মৃতি নিয়ে।

জলের কাগজে তৃষ্ণার মৃদু ঢেউ তুই  জেনে গেছিস
রূপকথার নৌকোতেও,জল ওঠে কখনো কখনো।
ডুবে যায় দৈনন্দিন ফর্দে লেখা
দোকানির হিসেবগুলো।

আর তখনি
ভাষাশূন্য স্যুটকেসখানি আওড়ে  যায় অবারিত ঢেউ।
দু-একটি হিসেব মিলে যায় কখনো
দু-কূল উপচানো তোর শরীরে অনবদ্য কবিতা।

বাতাস ছিঁড়ে বৃষ্টি নামার মত
অবধারিত  প্রেম মৃত্যুর মতন জরুরী হয়ে পড়ে।
ভিজে যাওয়া উপস্থিতিতে তোকে ছুঁয়ে
আমি জন্ম নিতে চাই অন্য পৃথিবীর আদমের মতো।
ভয় হয় আসলে আজকাল ভীষণ ভয় করে
সনাতন মৃত্যুর সাথে দেখা হয় প্রতিদিনই
যদি মৃত্যু প্রেমে একটা অটোগ্রাফ চায়।


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...