Friday, May 29, 2015

সবুজ স্পর্শ


সবুজ স্পর্শ
................. ঋষি
============================================
সামনে শুধু সময় নামে এক পৃথিবী
পাঁচ তলার ছাদ থেকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেল্লাম কাগজ।
নীল স্বপ্নের মতো তারা নেমে আসছে তোকে ছুঁয়ে
আরো গভীরে টুকরো টুকরো প্রতিফলিত সময়।
তোর সাথে কাটানো মুহুর্তদের ভিড়ে
নিজেকে ফিরে পাওয়া।

আসলে শরীরের থেকে মনের বাড়টা বাড়ন্ত
হরলিক্সের শিশির কাঁচের ভিতরে থাকা পৃথিবীটা পুষ্টিকর।
অথচ আমাদের সবার ফুচকার জল চায়
মারাত্নক ভিড় ফুচকার দোকানে।
মারাত্নক ঝাল মাখা ফুচকার আলু
উফ্ফ্স ঠোঁট জ্বলে গেল ,বুকের ভিতর জ্বালা।
মন ভরে না তোকে ছুঁয়ে
মন ভরে না তোকে ছাড়া।

সবুজ ঘাসের উপর বিছানো প্লাস্টিক সেলোফেন
সবুজগুলো সব শুকনো হলুদ পাঁজরের মত আটকে কলিজায়।
নীল টুকরো টুকরো স্বপ্নের কবিতা আমার কলমে
সেকেন্ড নিজস্বির মত ডেস্কটপের ওয়ালে।
সবুজ মায়া ,সবুজ পৃথিবীর নিশ্বাসে বেঁচে ফেরা
আবারও হাজারো স্পর্শে তোকে ছুঁয়ে।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...