Tuesday, May 5, 2015

অনিশ্চিত সময়

অনিশ্চিত সময়
.......... ঋষি
===============================
নিশ্চিন্তে কাটছে না সময়
আমার শহরে ঘুম ঘোর অঝোরে বৃষ্টি।
আদুরে উদ্ভট ভাবনা
ভাবনারা তোকে ছুঁতে চায়।
আরো গভীরে যেখান থেকে ফেরা যায় না
আসলে অস্তিত্ব ফিরতে চায় না।

কি করি
নির্দ্বিধায় দাঁড়িয়ে অজস্র কাল ধরে।
প্লাবিত হৃদয়ের অজস্র চোরাবালি
হৃদয় যে ডুবতে চায়।
অথচ কি জানিস তোকে কাছে পাওয়া যায় না
শেওলা ধরা প্রাচীন প্রস্তরে লেখা তোর নাম।
অজস্র চুমু সময়ের গায়ে তোর কল্পনায়
কি করি তোকে
ছুঁয়ে দেওয়া যায় না।

নিশ্চিন্তে কাটতে চায় সময়
আমার শহরে অজস্র স্পন্দনে মারাত্মক ঝড়।
উড়ে যায় সময়
তোকে স্পর্শ করে হৃদয় গভীরে।
যেখানে আমার বাস
আজ শুভদিন আজ আমার সর্বনাশ।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...