Saturday, May 16, 2015

" অসামাজিক "


" অসামাজিক "
,,,,,,,,,,,,, ঋষি
==========================================
হো-হো করে হেসে উঠলো মধ্যরাত্রে তিনজন বেশ্যা
বহুক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রথম ক্রেতা সামনে।
বলেন কি ভদ্রলোক
তোমাদের ভীষণ দরকার।
ওরা ভাবছে রাত্রে তো ওরা দরকারী বটে
মরদ্দের শরীরের রক্তে সাপেদের বাস।
একটু কামড়াবে তার আগে কত মশকরা ,কত তোয়াজ
ওরা জানে ভালো এই সব সাপেদের ,
কিছুক্ষণে মূল্য রাতের আঁধারে।

অধ্যাপক মৃদু হাস্যে চশমাটিকে রুমালে মুছলেন
মুখতুলে দেখেন সামনে দাঁড়ানো তিন অসামাজিক জীব।
ওদের জানা ভীষণ দরকারী
থিসিসের শেষটুকু বাকি পরে আছে।
বল্লেন আমার তোমাদের তিনজনকে দরকার
হাসির রোল  উঠলো।

গলির ভিতর একটা ছোটো ঘরে চারজন
তিনজন নগ্নিকা, অন্যজন নগ্ন সমাজের অঙ্গ,
তিনজনের  নগ্ন শরীরে কালসিটে, অন্যজন জ্ঞানী সমাজ ।
কি ভাবে চাই বলুন,বললো নগ্নিকারা
উত্তর তোমাদের নাম ,তোমাদের বাড়ি ,তোমাদের পেশার কারণ ?
হো-হো করে হেসে উঠলো তিনজন।
কি বোকা ভদ্রলোক ,এই কথা কি কেউ  জানতে চায়
এখানে তো সবাই শরীর চায় ,দলাই মোচড়াই শরীরের মাংস
কি বোকা উনি জানেনে না উত্তর " অসামাজিক " ।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...