Saturday, May 2, 2015

নতুন দিন

নতুন দিন
,,,,,,,,,,,, ঋষি
============================================
চিনেবাদাম ছিঁড়ে খাওয়া
এ কেমন রাজত্ব?
ভাবনার মোড়কটা  ছিঁড়ে তোদের নগ্ন করা
এ কেমন প্রশ্রয়।
আসলে আশ্রয় পৌরুষের ভয়ে নারী তুই
জন্ম চোনায়।

দ্রুত বুনন গড়ে উঠল
উলটো হয়ে, অনামিকা রঙের ওড়না আমার শহরের শরীরের রঙে।
অদ্ভূত আবদার তোদের, স্বপ্নের পৃথিবী
সাজানো সংসার ,নদের নিমাই ,নদের গোপাল।
হাসি পায়
তোদের যোনির ভিতরে নরম মাংসে বেয়ে ওঠা সভ্যতার অহংকারে,
পৌরুষ অহংক্রিত এবং বিজিত।
আর তোদের সংসার নার্সারির  ফ্রকে দেখা খেলার পুতুল
তোরা জীবিত অথচ মৃত কোথাও।
জানিস তোরা সবি
আশ্রয় আর প্রশ্রয়ের মিশেলে তৈরী অদ্ভূত জীব ,
যাদের নিজেদের বেঁচে থাকা অন্যের তরে।

চিনেবাদাম ছিঁড়ে খাওয়া
এ কেমন রাজত্ব?
তোদেরকে নগ্ন করে সভ্যতা জলাতঙ্ক বুকে পরম প্রশ্রয়ে
আর তোরা আশ্রয়ে চিরকালীন।
পৌরুষ শব্দের ভয়ানক দাপটে ভিতু অন্ধকারের ন্যায়
বেরিয়ে আয় তোরাও ভয়ানক শ্মশান কালী রূপে।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...