Tuesday, May 26, 2015

পিতৃত্বের সুখ

পিতৃত্বের সুখ
................ ঋষি
============================================
নিজেকে জাগ্রত করতে
আকাশের গায়ে অসংখ্য ছোটো বড় স্নেহ।
শুনেছি স্নেহরা সর্বদা নিম্নগামী
আকাশ থেকে বাড়ানো হাত শুধু কবিতার পাতা।
জন্মানো পিতৃত্বের নতুন অধ্যায়
ঈর্ষানিত সভ্যতার ঝংকারে ফুরিয়ে যাওয়া।

খালি পা। ছোটো ছোটো সর্বত্র আঁকড়ে থাকা আহরণ
বাবা আমি আকাশ ছুঁয়ে যাবো।
আকাশ ছুঁতে তো চেয়েছি আমি পূর্নিমা রাতে
অন্ধকার ছিঁড়ে ঝলসে ওঠা চাঁদের মুখ।
সন্তানের সুখ
আদিম  থেকে আদিমতর গ্রহে সর্বত্র কোলাহল।
পৌনপুনিক কোলাহল ছোটো ছোটো পায়ে এগিয়ে আসা স্মৃতিরা
আমি সে মিলেমিশে একবার ,
অন্তত আগামী একশোবার আমি বলে যাব
পিতা আর পুত্রের মেলবন্ধনে জন্মান্তর।

আমি চলে যাব
আকাশ থেকে যাবে ,যেমনতর অণুপরমাণু সমাবেশে।
একের পর এক স্পর্শ প্রাচীন মাটিতে আদিম আগ্রহে বিচরণ
বেঁচে থাকা চেতনার পরে মৃত্যুর অদ্ভূত আকর্ষণ।
আমি হারিয়ে যাব
তুই বেঁচে থাক বাবা সমস্ত অধিকার অনন্ত মাঝে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...