Friday, May 15, 2015

তোর বুক

তোর বুক
.............. ঋষি
======================================
তোর আটত্রিশি বুকে হাত রেখে পুরুষ ভাবে
তুই নাকি তার উরুতে আছিস।
অথচ আমি জানি এই মাংসের পিছনে লুকোনো কোথাও
একটা ফাঁকা ঘর আছে ,
অনেকটা সেই সাপ লুডোর ঘরের মতো।
কখনো ইচ্ছা নামে কখনো উঠে যায় শিখরে অবস্থানের আশায়
অথচ স্থির হতে পারে না।

তোর বুকের কথা লিখছি বলে
হয়তবা জীবিত আকাঙ্খায় পুরুষের চোখে লোভি কামনা।
কিংবা তোকে নগ্ন পাওয়ার আশায় কেউ ভাবে তুই তৃষ্ণার্ত জমি
তোকে বীর্যবতী  করতে চাই কত কেউ।
তোর জ্ঞানে ,অজ্ঞানে হৃদয়ে প্রতি পাতায় লেখা অভিমান
সে কথা হৃদয় জানে।
আর চুপিসারে তোকে আনমনা করে যায় স্পর্শ সুখ
উপলব্ধিতে জীবন ফুরিয়ে যায় ,
অথচ জীবিত আকাঙ্খায় হৃদয়ের ঘ্রাণ।

তোর আটত্রিশি বুকে হাত রেখে পুরুষ ভাবে
তুই বুঝি সহজলভ্য শিশুদের বর্ণ পরিচয়।
অথচ তোর সরে যাওয়া আঁচলের প্রতি ভাঁজে লুকোনো কান্না
মাংসের গোলকের বাইরে আকাশের চাঁদ ঋতুবতী ,
ঝরতে থাকে জ্যোত্স্না তোর শরীর বেয়ে।
স্পর্শ সুখে হৃদয় বলে যায় হৃদয়ের কথা
আর পুরুষ তুই বীর্যবান কামনার দাস।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...