Saturday, May 23, 2015

আপন হিয়ায়

আপন হিয়ায়
................ ঋষি
=================================================
ছায়া মুছতে মুছতে ,ভাঙ্গতে ভাঙ্গতে  বেড়ে যাচ্ছে ক্ষত
আদরের ঠোঁটে নিচ্ছে কাক ও কলাপাতা।
ক্রমশ বিলীন মেঘলা মিশে যাওয়া নাটকে
রবিঠাকুরের গান ,
মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো
দোলে মন ,দোলে অকারণ। .............

নার্সিংহোম আস্ত একটা শরীর শুয়ে আছে
বায়ু শূন্য ইনজেকসনের সিরিঞ্জে আস্ত এক স্বপ্ন প্রবেশের অপেক্ষা।
আমি বলছি চামড়া মোটা হয়ে গেছে
চামড়ার প্রতি স্তরে বাড়তে থাকা সময়গুলো শুকিয়ে আছে।
পান ,সুপুরি ,জর্দা সমস্ত মুখে পুরে
তোমার লাল ঠোঁটে একটা আস্তরণ লেগে আছে।
জমে যাওয়া অবক্ষয়ের পাতায় নিশ্চিন্ত সময়ের পাতায় অলংকার
তোমায় বলি নি নার্সের বুকে চোখ লাগাতে নেই।
আসলে আজকাল লাগে না
পুরো চোখ তোমাকে শুষে নেয় নিশ্চিত জীবিত কল্পনায়।

অসুখের ডেসক্রিপসন  শোনাতে শোনাতে আসল কথাটা বলা হলো না
আসলে সব কথা বলা হয় না গোল পোস্টে একলা দাঁড়িয়ে।
ক্রমশ গোল খেতে খেতে পিছোতে পিছোতে মনে পরে
সেই রবিঠাকুরে গান ,
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি তোমায়। ..............
  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...