Saturday, May 2, 2015

আনন্দসংবাদ

আনন্দসংবাদ
,,,,,,,,,,, ঋষি
========================================
অত্যন্ত আনন্দসংবাদ আজকে
ভেঙে গেছে মই-য়ের ভিতরকার রাস্তাটি।
সুপ্রাচীন ধোঁয়ার কুন্ডলী পাঁকানো ইচ্ছাতে
মন মানছে না অভিনেত্রী সুলভ হাতিয়ার
চামড়ার প্যাকেটে লেখা "কিনবেন না" ।

কিনছে কে
আমি তো শুধু ডুবে যেতে চাই গভীর প্রেমে অন্য অশোকে।
এতে বেচা কেনার প্রশ্রয় নেই
প্রশ্রয় একলা থাকা পিয়ানোর সুরে।
নেচে ওঠে হৃদয়ের প্রতিকোনে বল ড্যান্সের সাজানো প্রাঙ্গন
অনবরত বহবান পৃথিবীর ধোঁয়ায়।
অন্য পৃথিবী একান্ত আপন
অন্য ভাবনায় জীবিত জীবন
স্পর্শের ধোঁয়ায় আঙ্গিক বেঁচে ফেরা কোলাহলে শান্তি।

একটি গুরুত্বপূর্ণ খবর জারির ব্যাপার আছে
ভেঙ্গে যাওয়া মইয়ের অদৃশ্য পথে তোমাকে পাওয়া।
প্রাচীন রক্তকণিকার প্রতি কোষে শব্দবহুল জীবন
মন মানছে না তোমার অভিনেত্রী সুলভ  আকর্ষণ
আমার তোমাকে চাই সাদা মৃত ঠোঁটে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...