Saturday, May 2, 2015

খেলা জমছে

খেলা জমছে
................ ঋষি
======================================
চারিদিকে ছড়ানো পিংপং বল
লাফাচ্ছে ,কাঁদছে ,জমে উঠছে খেলা।
দর্শক আসনে সাধারণ ইচ্ছার মত ঈশ্বর আছেন
খর্ব সাধারণের মত উঁকি মেরে দেখছেন ,
জমে উঠছে খেলা।

সামনের সাজানো স্টেজে এক বিশাল তলোয়ার
চিরে দিল কোনো মাংসের তৈরী যোনি।
কোথা থেকে উপস্থিত বড় বড় পায়ের অদ্ভূত অস্তিত্ব
লাফাচ্ছে সারা স্টেজ জুড়ে ,
ঈশ্বর শান্ত হয়ে দেখছেন ইচ্ছাদের সাথে।

ও মা অবাক কান্ড
খিদের পাঁজরে লেগে থাকা শরীরে কষিয়ে লাথি।
এক জোকার মেরে ছুটে পাঠালো
খিদে কাঁদছে ,
স্পষ্ট দেখা যাচ্ছে ধুকতে থাকা চামড়ার ওঠানামা।

কোথা থেকে এক রাজকন্যা স্টেজে এলো পালকিতে করে
রাজকন্যা ওপরে দড়ি বেয়ে চড়ছে।
পায়ে জড়াচ্ছে ,গলায় জড়াচ্ছে ,শূন্যে ভাসছে
নেমে আসছে ভাসতে ভাসতে মাথার ভিতরে
থেতলানো মাংস ঈশ্বর রাজকন্যা মাটির পৃথিবীতে।

চারিদিকে ছড়ানো পিং পং বল
অজস্র চিত্কারের মাঝে হাতছানি ইচ্ছার জোকার।
জোকার গুলো হাসছে, কাঁদছে অবহেলে ঈশ্বরের চোখে
ঈশ্বর স্থির ,নির্বাক ,শুধু সময়ের ঘড়িতে চোখ পিটপিট
প্রহসন চলছে ,খেলা জমছে।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...