Thursday, May 21, 2015

ঈশ্বর পরাজিত

ঈশ্বর পরাজিত
................... ঋষি
===============================================
আমি বৃষ্টি শেষে একগলা জলে দাঁড়িয়ে নিজেকে খুঁজছি
জংলা ,জঙ্গল ,জমা পাঁকের ভিতর জীবন।
এখনই জল থেকে চাঁদের আলোয় বেছে বেছে
শাপলাফুল কুড়োবার সময়।
অথচ আমার পাঁজরে বিষ
পাশ দিয়ে হেঁটে চলেছে নীরবে জনতা।

যারা প্রতিরাতে, জলে নেমে চাঁদের শরীরে-স্বপ্নে পা দিয়ে
নিজেকে বাঁচাতে চাই উপযুক্ত ফর্মুলায়।
সেই তো আমাদের জীবনের  প্রকৃত চিত্র শিল্পী
ঈশ্বর তুমি চিত্রকলায় পটু।
ক্যানভাসের জীবিকায় রক্তাক্ত অবয়ব প্রকৃত আবহাওয়ায়
আজকের বিশেষ খবর।
শরীর বদলে যায় ,জীবন বদলে যায় ,সম্পর্ক
শুধু লুকিয়ে থাকা পুকুরের তলার মাটিতে  জঞ্জাল,
শেওলা বাড়তে থাকে।

আমি বৃষ্টি শেষে একগলা জলে দাঁড়িয়ে নিজেকে খুঁজছি
সারারাত জলের কোমর জুড়ে যে ব্যথায় কেঁপেছে বাতাস।
আলো ফুটছে সকালের ঈশ্বরের চোখে পাশাপাশি
গভীর থেকে গভীরতর হচ্ছে আলো।
পুকুরের তলায় ঝলমলে সব স্বপ্নের পাশা খেলা
শেষ দানে ঈশ্বর পরাজিত।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...