Thursday, May 21, 2015

ঈশ্বর পরাজিত

ঈশ্বর পরাজিত
................... ঋষি
===============================================
আমি বৃষ্টি শেষে একগলা জলে দাঁড়িয়ে নিজেকে খুঁজছি
জংলা ,জঙ্গল ,জমা পাঁকের ভিতর জীবন।
এখনই জল থেকে চাঁদের আলোয় বেছে বেছে
শাপলাফুল কুড়োবার সময়।
অথচ আমার পাঁজরে বিষ
পাশ দিয়ে হেঁটে চলেছে নীরবে জনতা।

যারা প্রতিরাতে, জলে নেমে চাঁদের শরীরে-স্বপ্নে পা দিয়ে
নিজেকে বাঁচাতে চাই উপযুক্ত ফর্মুলায়।
সেই তো আমাদের জীবনের  প্রকৃত চিত্র শিল্পী
ঈশ্বর তুমি চিত্রকলায় পটু।
ক্যানভাসের জীবিকায় রক্তাক্ত অবয়ব প্রকৃত আবহাওয়ায়
আজকের বিশেষ খবর।
শরীর বদলে যায় ,জীবন বদলে যায় ,সম্পর্ক
শুধু লুকিয়ে থাকা পুকুরের তলার মাটিতে  জঞ্জাল,
শেওলা বাড়তে থাকে।

আমি বৃষ্টি শেষে একগলা জলে দাঁড়িয়ে নিজেকে খুঁজছি
সারারাত জলের কোমর জুড়ে যে ব্যথায় কেঁপেছে বাতাস।
আলো ফুটছে সকালের ঈশ্বরের চোখে পাশাপাশি
গভীর থেকে গভীরতর হচ্ছে আলো।
পুকুরের তলায় ঝলমলে সব স্বপ্নের পাশা খেলা
শেষ দানে ঈশ্বর পরাজিত।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...