Tuesday, May 5, 2015

একটা চুমু

একটা চুমু
,,,,,,,,,,,,,,,,, ঋষি
=======================================
আজকের বিশেষ খবর আমার শহরে
আমি মানুষের হৃদয় থেকে বলছি।
একটা ভায়রালে আক্রান্ত পুড়ো শহর এখন নাগরদোলায়
দুলছে আর দুলছে ,আর হৃদয়ের কথা বলছে
প্লিস একটা চুমু তোমার  ঠোঁটে।

অদ্ভূত রোগ মশাই
শুধু ঠোঁট আর ঠোঁট চাই।
এই রোগের লক্ষনগুলো আরো মারাত্নক
ঘুম নেই ,অসময়ের শরীর বৃষ্টিতে ভিজতে চাই।
আর মানুষ কেন যেন আরো জড়িয়ে বাঁচতে চাই
অবশ্যই আরো কাছিকাছি।
ভীষণ কাছে যেখানে দূরত্ব দুর্বলতা নয়
দুর্বলতা শুধু ঠোঁট
ভালোবেসে চুমু খেতে চায়।

এই মাত্র হয়ে গেল একটা একশান রিপ্লে আমার শহরে
দিনক্ষন তারিখ নয় এ শহরে ভালোবাসা রোগ।
একটা ভাইরাল ভীষণ ছোঁয়াছে  শহরের শিরায় শিরায়
রক্ত প্রবাহে উষ্ণতার গভীর সুখ
আমি হৃদয় থেকে বলছি ,একটা চুমু তোমার ঠোঁট। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...