Thursday, May 14, 2015

বাক্সবন্দী অনু কবিতাগুচ্ছ

বাক্সবন্দী অনু কবিতাগুচ্ছ
.................... ঋষি
=========================================
!! ১ !!
এই যে সামনে দেখতে পাওয়া একগুচ্ছ বাক্সবন্দী  রাস্তা
অন্ধকার রাস্তাগুলো দিশাহীন হেঁটে চলে নতুনের খোঁজে।
মাথা নামিয়ে আনছি বাংলাভাষাহীন কয়েকটা শতক
হাসছে দেখো বাংলা ভাষা
অক্ষরলুপ্তির  শিরা কেটে পথচলতি মানুষগুলো বাস ঠাসা।  
!! ২ !!
মায়ের পুরনো রেডিওতে বাজতে থাকে সন্ধ্যা মুখার্জি
আর আমার সিডির তালে সিঁড়ির মুখে বেন এডাম্স।
সবটাই বিলাসিত শর শয্যা
সিঁড়ি বেয়ে উঠে আসছে সভ্যতার সাপ
হারিয়ে যাচ্ছে ফাঁক ফোকর বাংলার মানে।
!! ৩ !!
শুধু পলিথিনে মোড়া গোলকের তাপমাত্রায় বিপন্নতা
আর আমাদের বাল্বেরগুড়ো  মোড়া বিয়ে বাড়ি।
পার্কে বৃদ্ধদের অন্তহীন হাঁটা
সবটুকু শুধু হাঁটতে থাকা ,উত্তর আছে
জানা নেই সময় ও একদিন বৃদ্ধ হবে।
!! ৪ !!
সামনে ভাঙা রেকর্ডে ওস্তাদ আমজাদ আলী
বিশেষ অধিকার বলে বুলডোজার জায়গা খালি।
সবটুকু শুধু হারিয়ে যাওয়া সভ্যতা জ্ঞানে
খেলার মাঠগুলো চৌরাস্তা আর আমাদের বাড়ি
রাস্তার উপরে বাক্সের পৃথিবী অন্ধকার গালি।
!! ৫ !!
কোথাও কি চাবিগুলো ফেলে আসতে চাইছে ?
একটানা পিঁপড়ে হাঁটা বাক্সের শহরে।
অসংখ্য প্রলোভনে শিকারীর চোখ দুগ্ধ পোষ্য মতি
আর গতি এগিয়ে চলা প্রগতি
ভাঙ্গা আধিপত্য সভ্যতা জ্ঞানে।
 ******************************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...