Tuesday, May 12, 2015

খুব কাছে

খুব কাছে
............... ঋষি
====================================
এক পলকে তোর কাছে
খুব কাছে ,খুব কাছে।
জীবন যেখানে ঈশ্বরের মতন দেবতার আসনে
সেখানে তোকে ভালোবেসে জড়াতে পারি না যে।
তুই জানিস আমায়
অথচ একলা রাখিস ভালোবাসিস না যে।

আমি আর আমার মতন কেউ
দুজনেই হেঁটে চলে মরা ফুটপাথ দিয়ে।
ঘুমের মাঝে আছড়ে পরে ঢেউ
আমার মতন তোর খুব কাছের কেউ।
তোকে কাছে ডাকে ,খুব কাছে
আমাকে  যে ভালবাসে আমি জানি।
একবার না বারংবার
আমার মতন  কেউ তোর কাছে।

এক পলকে তোর কাছে
খুব কাছে ,খুব কাছে।
জীবন যেখানে আছড়ে পরে দেবতার ফুল
মনে ভুল, প্রশ্রয়ে আশ্রয়ের ঘুম ঘোর।
ঘুম ভেঙ্গে যায়
তুই যে আমার খুব কাছের। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...