Tuesday, May 5, 2015

আগামী একশো

আগামী একশো
................. ঋষি
===============================
একশো বছরের আগেই
উঠে আসছে একাকীত্বের কথা ,মা হারানোর কথা।
প্রশ্নটা একান্ত আমারদের নিজেদের
মায়ের মুখের হাসি ,মায়ের মুখের কান্না।
মায়ের হাত ধরে হাঁটতে শেখা
শিশু আদো ঠোঁটের ফাঁকে,আগামী বিষন্ন একশো বছর।

শতকের শুরু জানি না
শতকের শেষে অধিকাংশ বেঁচে থাকে না।
মায়ের গায়ের গন্ধ
কেমন যেন নিরালায় বসে বাঁচতে থাকা একাকী।
মায়ের কোলের ঘুম পাড়ানি ছড়া
ধেয়ে এলো দামোদর,দামোদরের হাঁড়ি কুড়ি,
দোয়ারে বসে চাল ........
সংযত সম্মোহন হৃদয় গভীরের টান।

একশো বছর ,
আমরা শুয়ে থাকি অদৃশ্য টানাপোড়েনে।
প্রশ্নটা অত্যন্ত সংবিধানিক
জীবন দশায় রাহু উঠে আসে  বাঁচতে থাকায়।
অথচ শেষ বার মৃত্যুর আগে
আমরা মা বলি। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...