Wednesday, May 13, 2015

অসভ্যতা করে

লেখক অনন্তবিজয় দাশের মর্মান্তিক মৃত্যুতে আমি শোকস্তব্ধ। সভ্যতাকে ধিক্কার এবং আমার এই কবিতা। .....................
অসভ্যতা করে
.............. ঋষি
=====================================
অসভ্যতা করে।
দীর্ঘ আকার থেকে ছায়া তার পেশি বার করে
নিত্য হাহাকার জীবন ফুরিয়ে গেয়ে বেঁচে ফেরা।
অসভ্যতা করে।
শিকড় থেকে গাছ হয় ,গাছ থেকে আরো ,
বেড়ে চলে ,অসভ্যতা করে।
.
শিকল বাঁধা নিজের কুকুরটা দাঁড়িয়ে থাকে
ভাবে দীর্ঘ আকার একটা জীবন।
সামনে দাঁড়ানো হরির লুঠ ,ফেস বুক ,কম্পুটার এজ
লক্ষ লক্ষ মৃত শব ,আমরা সব ,হাজার ছড়ানো লিফলেট।
সব ছড়িয়ে পরে
রক্তের উপরে মাটি চাপা দুর্গন্ধ বাসি।
.
চিন্তায় যে একা থাকে,
চিন্তার ঘরবাড়ি।
জঙ্গল সরিয়ে,আধো কুয়াসার ভিতর গর্জে ওঠে তুলকালাম
বাজার থেকে থানা হামলা করে ফিরে আসে।
যোগ্য শাস্তি দেওয়ার স্পৃহা নেই আমাদের...
ইন্দ্রিয় অসভ্যতা করে।
.
ইশ অসভ্যতা করে।
তারা মরে যাবে বলে জ্বলতে থাকে  সভ্যতার খেপাটে সলতে।
গর্জে ওঠে হিউম্যান আগুন মাথার সেলের ভিতরে
প্রচুর যুদ্ধবাদ  শান্তিরা মোমবাতি মিছিল করে।
অথচ তারা চলে যায় ,বুকের গভীরে না মানা জেদ
অসভ্যতা করে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...