Thursday, May 28, 2015

দেওয়ালে ফ্রেম

দেওয়ালে ফ্রেম
...........ঋষি
============================================
আমাদের নাম দেওয়া হোক দেওয়াল
জড়িয়ে চৌরাস্তা।
চারটে  আবদ্ধ  দেওয়াল একটা ঘর
ঘোরানো পুরনোদিনের সিঁড়ি বেয়ে খোলা বারান্দা।
খোলা আকাশ
অন্ধকার দেওয়ালে দুটো ফ্রেম তোমার আমার।

আমি জানি তুমি
জানলা দিয়ে রোদ দেখতে ভালবাসো।
তোমাকে চিনতে পারেনি কেউ মনে করো?
আমি চিনি অন্ধকার ঘরে টুকরো টুকরো অভিমান।
অসংখ্য প্রাচীন স্তবকে জমানো স্মৃতির ছবি তোমার দেরাজে
তোমার ছেলেবেলা ,তোমার যৌবন পেরিয়ে তুমি, তোমার অস্তিত্ব।
তুমি কলঙ্ক ধোয়া তুলসী পাতা
তুমি মুচকি হেসে কথা বলো লুকোনো ছলে।
ফ্রক পরে দাঁড়িয়ে থাকো পাঁচিল হয়ে
চুষতে থাক নরম ঠোঁটে সময়
অধিকার আর অবস্থান জুড়ে বিমূর্ত তোমার অভিমান।

আমাদের নাম দেওয়া হোক দেওয়াল
দালানের মোটা থাম,
চারটে আবদ্ধ দেওয়ালে আটকানো জীবন্ত নগ্নতা।
মেনে নিতে হয় ,মানতে হয় চুপচাপ দুর্যোগ
ভেজা রাতে ,
অন্ধকার দেওয়ালে দুটো ফ্রেম পাশাপাশি। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...