Wednesday, May 13, 2015

কারা ওরা

কারা ওরা
............ ঋষি
=================================
ওরা করা
প্রশ্ন রাশি রাশি।
আমার শহর আজ বানভাসি
করা ওরা জীবিত না যৌবনের দূত ,
মানুষ ,পশু না  একলা সমুদ্দুর।


রাত জাগা নাটকের শেষ প্রহসন
ছুটির ঘন্টা।
বেজে যায় এপাড়ে ওপাড়ে সুদূর সম্মুখে
নিঃশ্বাস যে পাড়ে।
একলা রৌদ্র পথ হেঁটে যায় জীবন্ত যৌতুকে
আর অদ্ভূত সাথে বাস করে।
জীবিত মৃত্যুতে
করা ওরা।

বলিস নি
উত্তরের সমীকরণে অনিদ্রা।
আমার শহর আজ ধরিত্রীর মায়াজালে
করা ওরা নিজেতে বিলীন
মানুষ ,ঈশ্বর না একলা প্রহসন। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...