Friday, May 29, 2015

মাছরাঙ্গার ঠোঁট

মাছরাঙ্গার ঠোঁট
.............. ঋষি
=========================================
 আমি ক্রমশ সরে যাচ্ছি বিষুব রেখার দিকে
গ্রীষ্মের হাহা রৌদ্রের ছায়ায় আমি স্থির নির্বাক পথিক।
সমস্ত পিচ গলা রাস্তা গিলতে আসছে আমায়
সমস্ত অধিকার পা থেকে মাথা অবধি।
এক শান্ত আবরণ
অদ্ভূত স্থির।

শুধু একটা সিদ্ধান্ত নিতে চাইছি
ফেলে আসা বেলার বোবা রৌদ্রে এখন বিকেলবেলা।
সমস্ত দিঘির সবুজ শেওলা আবরণে মাছরাঙ্গার চোখ
ছো মেরে তুলে নিচ্ছি স্নেহ।
আরেক ছোয়ে তোর অস্তিত্ব
অথচ মন ভরছে না ,অথচ প্রাণ জুড়োচ্ছে না।
শুয়ে আছি চোখ বুজে শান্তির ধ্যানে
একমুহূর্ত তোকে ছাড়ছে না সময়।
যেভাবে ন্যাড়া জলের গায়ে মাছরাঙা বাদামি
আকাশে মিলিয়ে যাচ্ছে
আর কোথাও আমার মেশার নেই তোকে ছাড়া।

এক প্রাচীন গভীর বুকে মাথা রেখে সামনে বিশাল দিঘি
জ্বল জ্বল করছে তোর চোখ।
কথা জমছে বুকে ভিতর ,গলার কাছে আটকে কথাগুলো
ধীর পায়ে আচমকা একটা সমুদ্রের ঢেউ আসে ছুঁলো আমায়।
তিরতির শব্দে বিঁধে থাকলো বুকের ভিতর
মাছরাঙ্গার ঠোঁট। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...