Saturday, January 2, 2016

অনুভব (৬০)

অনুভব (৬০)
................... ঋষি
============================================
একটার পর একটা সম্পর্ক সাঁতার কাটছে ধুলোয়
কিছু বলি নি ,কিছু বলা যাবে না।
ধুলোবালি ,রঙ মাখামাখিতে আদল বদলে যাচ্ছে  সময়
দুষিত হচ্ছে, বলা ভালো দুষিত করা হচ্ছে কৃত্রিমতায়।
যন্ত্রনায় লুটিয়ে পরছে মুঘল সাম্রাজ্য
শেষ সম্রাট বাহাদুর শাহ  তার আপন যন্ত্রনায়।

যন্ত্রণা সম্পর্ক ভাঙ্গার
যন্ত্রণা কোনো শব্দ নয়  এক অনুভূতি বেঁচে থাকার কান্নার।
কেন কি ভাবে
সদ্য এক বছর বিয়ে হওয়া তরুণী আজ ডিভোর্সী।
সাত বছর প্রেম করা প্রেমিকা অন্য কারুর স্ত্রী আজকের ডেটে
পুত্র না হওয়ার দোষে কোনো নারী আজ রক্ষিত।
সাজানো সংসারে বিঁধে আছে অবিশ্বাসের যন্ত্রণা
সাজানো মুখোশের আড়ালে লুকোনো হাজার পরিচয়।
হাজার সম্পর্ক ,হাজারো নামে ছড়ানো সম্পর্ক এই সময়
ঠিক যেমন লেখকের কলমে ইচ্ছামতন পরিচিত বাঘবন্দী খেলা।
দুঃখ কে  সকলে পোষ মানিয়ে নেয়,পোষা সাপের মতন
ফনা তোলে  সময় সময় জাপানি তেলে
আবার গুটিয়ে যায়।

সম্পর্ক গুলো  একটার পর একটা স্টেশন ছেড়ে যায়
আবার অপেক্ষা করে।
ট্রেনের হুইসেল, এখনো তবে অনেকটা রাস্তা বাকী
আবার  উড়ছে ধুলো, কোলাহল, মাঝে পরিহাসের হাসি।
জোর করে ভুলিয়ে দেয়া “সম্পর্কের” স্মৃতিতে
এ সব শিখে নিতেই হয়। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...