অনুভব (৬২)
........................ ঋষি
==================================================
বলেছিলিস আমাকে তোর আবৃত্তি আজকাল শোনা হয় না
তবুও নাকি তোর বুকের কামিজের আড়ালে কবিতাই সোনালী সান্ত্বনা।
না না না ,কোথাই লিখলাম কবিতা
সাজানো যন্ত্রনারা যখন স্পর্শ করে তোকে।
তখন এক তুমুল দুর্যোগ ,তুলকালাম হৃদয়ের খাতায়
ফোঁটা ফোঁটা রক্ত আমার কবিতা।
আমি এক চিলতে আকাশ উপহার চেয়েছিলাম তোর কাছে
হৃদয় পাহাড়ের উপরে ঘুরে যাচ্ছিল এক শয়তান চিল।
বেড়িয়ে ছিলাম রোদের খোঁজে ,
অলৌকিক মেঘলা দুপুর আর বালির দীর্ঘশ্বাস বুকে নিয়ে।
তবু বুকের গভীরে লুকিয়ে ছিল উপহারের লোভ
আমাকে হারিয়ে দেওয়ার প্রলাপ শিখিয়েছিল সময়।
হারিয়ে ফেললাম নিজেকে
বেড়ে যাওয়া অসময়ের উচ্ছ্বাস কোনো সময়ের মতন।
পবিত্র হতে ভয় করে আমার , , ,অনিদ্রায়
ভালোবেসে যদি ভস্ম হয়ে যাই , , ,জলকুয়াশায়।
যদি আমি প্রবাসী হয়ে যাই
কি হবে কে রবে।
বলেছিলিস আমাকে তোর আবৃত্তি আজকাল শোনা হয় না
সমদ্র সমুদ্র পরিসরে অন্ধকার দিন।
নিজের অস্তিত্বের কাছে মুখ লুকিয়ে সন্ধি শিরদাঁড়ার
কোনো প্রশ্ন নয়।
কোনো কোনো কবিতা কখন যেন জীবন হয়ে যায়
বাঁচতে থাকায় ,বেঁচে থাকায় ,,,,,, " যন্ত্রণা " ।
........................ ঋষি
==================================================
বলেছিলিস আমাকে তোর আবৃত্তি আজকাল শোনা হয় না
তবুও নাকি তোর বুকের কামিজের আড়ালে কবিতাই সোনালী সান্ত্বনা।
না না না ,কোথাই লিখলাম কবিতা
সাজানো যন্ত্রনারা যখন স্পর্শ করে তোকে।
তখন এক তুমুল দুর্যোগ ,তুলকালাম হৃদয়ের খাতায়
ফোঁটা ফোঁটা রক্ত আমার কবিতা।
আমি এক চিলতে আকাশ উপহার চেয়েছিলাম তোর কাছে
হৃদয় পাহাড়ের উপরে ঘুরে যাচ্ছিল এক শয়তান চিল।
বেড়িয়ে ছিলাম রোদের খোঁজে ,
অলৌকিক মেঘলা দুপুর আর বালির দীর্ঘশ্বাস বুকে নিয়ে।
তবু বুকের গভীরে লুকিয়ে ছিল উপহারের লোভ
আমাকে হারিয়ে দেওয়ার প্রলাপ শিখিয়েছিল সময়।
হারিয়ে ফেললাম নিজেকে
বেড়ে যাওয়া অসময়ের উচ্ছ্বাস কোনো সময়ের মতন।
পবিত্র হতে ভয় করে আমার , , ,অনিদ্রায়
ভালোবেসে যদি ভস্ম হয়ে যাই , , ,জলকুয়াশায়।
যদি আমি প্রবাসী হয়ে যাই
কি হবে কে রবে।
বলেছিলিস আমাকে তোর আবৃত্তি আজকাল শোনা হয় না
সমদ্র সমুদ্র পরিসরে অন্ধকার দিন।
নিজের অস্তিত্বের কাছে মুখ লুকিয়ে সন্ধি শিরদাঁড়ার
কোনো প্রশ্ন নয়।
কোনো কোনো কবিতা কখন যেন জীবন হয়ে যায়
বাঁচতে থাকায় ,বেঁচে থাকায় ,,,,,, " যন্ত্রণা " ।
No comments:
Post a Comment