Saturday, January 2, 2016

অনুভব (৬৩)

অনুভব (৬৩)
................ ঋষি
===============================================
যন্ত্রণা অসহিষ্ণু  হয়ে পরেছে
কোনো নারী স্পর্শ করতে পারে নি আমায় চলন্তিকা তুই ছাড়া।
ওই তো গড়পড়তা শরীরে মলিন অন্ধকার
কিংবা প্রেমে ছেঁড়া ছেঁড়া সূর্যাস্ত।
সবটাই কেতাবি কেমন অচেনা লাগে আমার কাছে
সবটাই জানা গল্প কোনো নিজস্বতা নেই ।

প্রথম চুমুর হাসির ফোয়ারার উত্সবকে আমি  ভুলতে পারি নি
মনে আছে ,জ্যোত্স্না  লুটোপুটি অন্ধকার রাতের  কথা।
আমাদের আলো খেলার অনুরনন আর তারপর ঝগড়া তুমুল
একবার নয় ,বার বার , , ,বারংবার।
কিছু এসে যায় নি ,কিছু সরে যায় নি
একমাত্র তুই ছাড়া।
সময় নিয়ে কাড়াকাড়ি ,গলে পড়া আদরে আইস ক্রিম এর সুখ
কিংবা তোর বুকে সন্ধ্যের ঢালু পাড়।
তখন মনে হত ম্যাজিক ,এখন মনে হয় ভালোবাসা
সবটাই স্পেসাল ,হ্যাপী মোমেন্টস অফ লাইফ।

প্রেম তো কতবার এলো গেলো
আমি কারুর হতে পারলাম না চলন্তিকা তুই ছাড়া।
রাত্রি চুপি চুপি বলে গেল ,আমি শুধু তোর কাছেই বাঁধা
কই , কক্ষন বুঝি নি তো।
চলন্তিকা এক আগুন বুকে আমি বেঁচে আছি
ঠিক তোর মতন ,তোর পরণে শারী। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...