অনুভব (৬১)
.................. ঋষি
==================================================
আমি আমার সময়ের বারান্দায় দাঁড়িয়ে দেখি ,
আমার শহরটা ধীরে ধীরে নিয়নে ভিজে যায় একলা অসময়ে।
ভিজে যাচ্ছে চলন্তিকার শরীর , , মাকরশার লালায়
চলন্তিকা এই সময়।
তার শরীরে উষ্ণতায় কিছু জমানো মধু ,
কাগজ ভিজে যাচ্ছিল মৃত্যুতে বা লাল জোছনায়।
চলন্তিকা ঠিক অরণ্য কোনো
এই নিভে যাওয়া আলোর শহরে হারিয়ে গেছে সে।
কোনো আদিম প্রজাতির দুপেয়েরা তাকে চেয়েছিল ভোগ করবে বলে
চলন্তিকা আমি দেখছি তুমি হারিয়ে যাচ্ছো।
সারা শরীর জুড়ে জমানো কার্বনের ধোঁয়া ,পাগলের মতন হাতড়িয়ে ফেরা
সময় না পাবে না ফিরে ,মৃত্যু তোমার স্থির।
সময়ের দিকে তাকাও ,মৃত্যুর চোখে চোখ রাখো চলন্তিকা
তোমাকে খুন করা হবে ব্যবহৃত শরীরে মতন।
সকলে ভোগের বলি তুমি
তুষ্টি ,তুষ্টি ,তুষ্টি ,,,সাজানো দৃষ্টি
সাদা পাতায় দু ফোঁটা চোখের জল তোমার।
অসময় পাপ করার খেলা বড় প্রিয়
অসময় সবসময় অন্ধকারের জন্মদাত্রী সময়।
তাই চলন্তিকা তুমি এই সময়ের হতে পারবে না
এই সময় সবুজ নয় ,রক্তাক্ত বড় ,লাল, তোমাকে মরতেই হবে।
আমি অন্ধকার দিয়ে লিখে রাখছি সাদা কাগজে তোমার ভবিষ্যত
কাগজে ফুটে উঠছে মানচিত্র সবুজ হারানোর।
.................. ঋষি
==================================================
আমি আমার সময়ের বারান্দায় দাঁড়িয়ে দেখি ,
আমার শহরটা ধীরে ধীরে নিয়নে ভিজে যায় একলা অসময়ে।
ভিজে যাচ্ছে চলন্তিকার শরীর , , মাকরশার লালায়
চলন্তিকা এই সময়।
তার শরীরে উষ্ণতায় কিছু জমানো মধু ,
কাগজ ভিজে যাচ্ছিল মৃত্যুতে বা লাল জোছনায়।
চলন্তিকা ঠিক অরণ্য কোনো
এই নিভে যাওয়া আলোর শহরে হারিয়ে গেছে সে।
কোনো আদিম প্রজাতির দুপেয়েরা তাকে চেয়েছিল ভোগ করবে বলে
চলন্তিকা আমি দেখছি তুমি হারিয়ে যাচ্ছো।
সারা শরীর জুড়ে জমানো কার্বনের ধোঁয়া ,পাগলের মতন হাতড়িয়ে ফেরা
সময় না পাবে না ফিরে ,মৃত্যু তোমার স্থির।
সময়ের দিকে তাকাও ,মৃত্যুর চোখে চোখ রাখো চলন্তিকা
তোমাকে খুন করা হবে ব্যবহৃত শরীরে মতন।
সকলে ভোগের বলি তুমি
তুষ্টি ,তুষ্টি ,তুষ্টি ,,,সাজানো দৃষ্টি
সাদা পাতায় দু ফোঁটা চোখের জল তোমার।
অসময় পাপ করার খেলা বড় প্রিয়
অসময় সবসময় অন্ধকারের জন্মদাত্রী সময়।
তাই চলন্তিকা তুমি এই সময়ের হতে পারবে না
এই সময় সবুজ নয় ,রক্তাক্ত বড় ,লাল, তোমাকে মরতেই হবে।
আমি অন্ধকার দিয়ে লিখে রাখছি সাদা কাগজে তোমার ভবিষ্যত
কাগজে ফুটে উঠছে মানচিত্র সবুজ হারানোর।
No comments:
Post a Comment