Sunday, January 3, 2016

আঁতুর ঘর

আঁতুর ঘর
................. ঋষি
=============================
প্রিয় বন্ধু খিদেরা সব চোখের ভিতরে থাকে
চোখ ভিতর চোখ রেখে
খিদেই বাঁচতে থাকে।
সময় যদি বাজতে থাকা নিজের ভিতর ঝড়
প্রিয় বন্ধু কবিতা তুমি
আমার আঁতুর ঘর ।

লাল লঙ্কা চোখের পাতায়
সময় চোখের জল
জীবন হলো মরে যাওয়া সব স্মৃতিদের কোলাহল।
আগুন জ্বালিয়ে ভস্ম করি
নিজের সাথে সন্ধি করি
মেরুদন্ডে যন্ত্রণা সব সময়ের হলাহল।
এমন করে চলছে সময়
রাস্তায় চলা ট্রাম
হেলতে দুলতে , ঝিমিয়ে ঝুলতে সময়ের যোগফল।

প্রিয় বন্ধু প্রশ্ন করি কেমন করে বাঁচি
তোমাকে আমি কষ্টে দেখে
কবিতা লিখতে থাকি।
ভাবছে সবাই সময় আমি কার প্রেমেতে পাগল
প্রিয় বন্ধু কবিতা তুমি
প্রতিবাদী হাল্লাবোল। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...