বেশ লাগে
.............. ঋষি
===========================================
এমন কিছু রোজ থাকুক না
যেখানে জীবন থেকে হারানো পাতারা সব প্রারম্ভিক।
আর যেখান থেকে পাওয়ার পাতায় অনেকটা জীবন
চুঁয়ে নামা অম্বুবাচী টুপটাপ ঋতুস্রাব।
এক মেঘ প্রেম
আমার বাইরে আমার শহরে।
শহরটাকে জীবন থেকে দেখলে বেশ লাগে
এক দৌড়ে শহরের গালিচায় ভিজে যায় ব্যস্ততায়।
অনেকটা সময় একলা হাঁটতে বেশ লাগে
প্রেমিকার ছায়ার সাথে আঙ্গুল লাগিয়ে সূর্যাস্তের গঙ্গা।
একলা দাঁড়িয়ে ভাঁড়ে ঠোঁট ঠেকাতে বেশ লাগে
অনেকটা অদ্ভূত স্নেহ বুকের মাঝে।
শোভা বাজারের দূর্গা পুজোর পরিত্যক্ত দালানে পায়রার সাথে
কিছু ঘরছাড়া বাস।
নিজেকে শোভনীয় নাগরিক ভাবতে বেশ লাগে
বেশ লাগে নিজের প্রেমিক অস্তিত্বকে।
এমন রোজ রোজ আসুক না
যেখানে বেশ গুলো আরো ব্যস্ত হোক আমার শহরে
ঠিক যেমন টুপটাপ বৃষ্টি জানলা দিয়ে দেখা
কিংবা ভিজে যাওয়া মাটির অদ্ভূত ভালো লাগা।
তবু বেশ লাগে আমার ভিজতে নিজের ভিতর
একটা গোটা শহরে সকাল সন্ধ্যায় ব্যস্ততায়।
.............. ঋষি
===========================================
এমন কিছু রোজ থাকুক না
যেখানে জীবন থেকে হারানো পাতারা সব প্রারম্ভিক।
আর যেখান থেকে পাওয়ার পাতায় অনেকটা জীবন
চুঁয়ে নামা অম্বুবাচী টুপটাপ ঋতুস্রাব।
এক মেঘ প্রেম
আমার বাইরে আমার শহরে।
শহরটাকে জীবন থেকে দেখলে বেশ লাগে
এক দৌড়ে শহরের গালিচায় ভিজে যায় ব্যস্ততায়।
অনেকটা সময় একলা হাঁটতে বেশ লাগে
প্রেমিকার ছায়ার সাথে আঙ্গুল লাগিয়ে সূর্যাস্তের গঙ্গা।
একলা দাঁড়িয়ে ভাঁড়ে ঠোঁট ঠেকাতে বেশ লাগে
অনেকটা অদ্ভূত স্নেহ বুকের মাঝে।
শোভা বাজারের দূর্গা পুজোর পরিত্যক্ত দালানে পায়রার সাথে
কিছু ঘরছাড়া বাস।
নিজেকে শোভনীয় নাগরিক ভাবতে বেশ লাগে
বেশ লাগে নিজের প্রেমিক অস্তিত্বকে।
এমন রোজ রোজ আসুক না
যেখানে বেশ গুলো আরো ব্যস্ত হোক আমার শহরে
ঠিক যেমন টুপটাপ বৃষ্টি জানলা দিয়ে দেখা
কিংবা ভিজে যাওয়া মাটির অদ্ভূত ভালো লাগা।
তবু বেশ লাগে আমার ভিজতে নিজের ভিতর
একটা গোটা শহরে সকাল সন্ধ্যায় ব্যস্ততায়।
No comments:
Post a Comment