Sunday, January 3, 2016

স্পন্দন আমি

স্পন্দন আমি
................ ঋষি
==========================================
একটা স্পন্দন নজরকাড়া
পথের উপর দাঁড়িয়ে ভাবি পথ কতদূর।
উত্তর একটা থেকে যায়
হৃদয়ের কাছে সময় যতদূর।
একটুকরো আমি
আর তুই যেখানে এক ফালি আকাশ দেখা।

আবার একটু অভিমান হয়
সময় বলে ঠোঁট ফুলিয়ে বাচ্চা মেয়ের মতন কেমন আছিস।
আজকাল সম্ভব নয় সময়
বলতে বাধ্য ভালো আছি ,খুব ভালো তোর মতন।
জানলার গরাদ দিয়ে আকাশ দেখি
পবিত্র পুজোর সামনে বসে সময় দেখি ঈশ্বরের মতন।
কিন্তু যন্ত্রণা জানিস
আমি ঈশ্বর দেখতে চাই না।
আমি সময় দেখতে পাই
যে বলছে ফুরোতে ফুরোতে নাভি শ্বাসে
আমি মরতে চাই না।

একটা স্পন্দন নজরকাড়া
কয়েকশো ডেসিবেলের স্পন্দন হৃদয়ে ধাক্কা দেয়।
উত্তর একটা থেকে যায়
হৃদয়ের থেকে অস্তিত্ব বাঁচা কতোখানি।
একফালি আমি
আকাশের চাঁদ আর তুই পুরো আকাশ।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...