অনুভব (৬৬)
.............. ঋষি
=====================================================
একটা তন্বী নদী প্রশ্রয় পেয়ে আগুন হয়ে গেছিলো
সেই আগুনেই তো ছাড়খার হলো সময়ের কিছু প্রতিফলন।
আমার তেত্রিশ বছরের জীবনের যতটুকু পোড়া দাগ
তার কিছুটা নিজের বুক কামড়ে কবিতার ছলে এই সময়ে।
হাসিমারা গ্রামের মর্গে যে দেহটা পড়ে আছে
সেটাই তো ফেলে আসার স্মৃতির অনুভব ।
সময়ের কপালে বিন্দু বিন্দু ঘাম,
কোজাগরীতে ভেজা সময় উপস্থিত কিছু অনুভবে সাদা পাতায়।
বৃষ্টিকে সম্বল করে ,
নিজের এগিয়ে যাওয়া পথে ধুলোবালি আর সূর্যের ট্যানে
আমার এই কবিতা সিরিস আজ শেষ করছি যন্ত্রনায়।
যন্ত্রণা এখানে শেষ নয়
আগামীর কলমে আবার হয়তো দেখা হবে এই জীবদ্দশায়।
আবার হয়তো সময় ফিরবে সুসময় ,এই সময়
আমার কলমের শেষ জন্মকে পাঠকের কাছে
আমি আর আমার কলম।
মহাশূন্যের ছেঁড়া পাতায় মহুয়াফল
হৃদয়ের নাভিতে এক কিশোরী নর্তকী অবিশ্রান্ত ঝরনার মতন।
আর লাল মেঘের নরম ঘ্রান , সুন্দর সুরভি
এই টুকু সম্বল কল্পনার আকাশে ,সাহিত্যের দরবারে।
আমার অনুভবের অনুরণন ক্ষুদ্র কল্পনায়
আজ চলি ,আবার তো আসতে হবে ফিরে।
.............. ঋষি
=====================================================
একটা তন্বী নদী প্রশ্রয় পেয়ে আগুন হয়ে গেছিলো
সেই আগুনেই তো ছাড়খার হলো সময়ের কিছু প্রতিফলন।
আমার তেত্রিশ বছরের জীবনের যতটুকু পোড়া দাগ
তার কিছুটা নিজের বুক কামড়ে কবিতার ছলে এই সময়ে।
হাসিমারা গ্রামের মর্গে যে দেহটা পড়ে আছে
সেটাই তো ফেলে আসার স্মৃতির অনুভব ।
সময়ের কপালে বিন্দু বিন্দু ঘাম,
কোজাগরীতে ভেজা সময় উপস্থিত কিছু অনুভবে সাদা পাতায়।
বৃষ্টিকে সম্বল করে ,
নিজের এগিয়ে যাওয়া পথে ধুলোবালি আর সূর্যের ট্যানে
আমার এই কবিতা সিরিস আজ শেষ করছি যন্ত্রনায়।
যন্ত্রণা এখানে শেষ নয়
আগামীর কলমে আবার হয়তো দেখা হবে এই জীবদ্দশায়।
আবার হয়তো সময় ফিরবে সুসময় ,এই সময়
আমার কলমের শেষ জন্মকে পাঠকের কাছে
আমি আর আমার কলম।
মহাশূন্যের ছেঁড়া পাতায় মহুয়াফল
হৃদয়ের নাভিতে এক কিশোরী নর্তকী অবিশ্রান্ত ঝরনার মতন।
আর লাল মেঘের নরম ঘ্রান , সুন্দর সুরভি
এই টুকু সম্বল কল্পনার আকাশে ,সাহিত্যের দরবারে।
আমার অনুভবের অনুরণন ক্ষুদ্র কল্পনায়
আজ চলি ,আবার তো আসতে হবে ফিরে।
No comments:
Post a Comment